Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৎ মা কে ঘেন্না করতেন পূজা ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১১:১৫ এএম

দীর্ঘ সময় পরে বোম্বে বেগমস দিয়ে কামব্যাক করছেন বলিউডের এক সময়ের ফেভারিট অভিনেত্রী পূজা ভাট৷ তিনি ক্যামেরার পিছনে অনেক দিন কাজ করেছেন এবার ফের আসছেন সামনে৷ ডেডি ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তার৷ এছাড়াও রয়েছে তার সুপারহিট ছবি দিল হ্যায় কে মানতা নেহি৷ নিজের সরল রূপ দিয়ে সকলের ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন তিনি৷

মহেশ কন্যা জানিয়েছিলেন অভিনয় তার রক্তে৷ কিন্তু ছোটবেলায় তার খুব কঠিন কেটেছিল৷ পূজা ভাটের মা কিরণ ভাট -মহেশ ভাটের থেকে আলাদা হয়ে যান, কারণ ছিল সোনি রাজদান৷ মহেশের অবৈধ সম্পর্কের জেরে তাদের মধ্যে রোজ ঝগড়া হত৷ মা -বাবা-র মধ্যে রোজকার ঝগড়া দেখে বড় হচ্ছিলেন পূজা৷ সেই সময়ে সোনিকে অসম্ভব ঘেন্না করতেন তিনি৷ এদিকে মহেশ নিজের মেয়েকেই প্রথম জানিয়েছিলেন তিনি সোনিকে বিয়ে করতে চলেছেন৷ সে সময় তার নিজের মায়ের জন্য খুব খারাপ লাগত৷

সোনি রাজদান শুরু থেকেই পূজা ভাটের সঙ্গে সম্পর্ক খুব ভালো রেখেছিলেন৷ এখন নিজের সৎ মা সোনি ও সৎ বোন আলিয়ার সঙ্গে সম্পর্ক ভালো ৷ এখন তাদের জীবনে সবকিছু খুব স্বাভাবিক৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক , মা -বাবা-র আলাদা হয়ে যাওয়ার কারণে ছোটদের জীবনে কু প্রভাব পড়ে৷ আর সেটাই হয়েছিল পূজার জীবনে৷ আর বড় হয়ে পরিণত হওয়ায় পুরো বিষয়টিকে অন্য নজরে দেখা যায় তাই তখন সব অনেক কিছু ঠিক হয়ে যায়৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ