Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় শেখার জন্য মনোজ বাজপেয়ীর কাজ দেখেছেন ফাতিমা সানা শেখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ফাতিমা সানা শেখ গত বছর মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করা ছিল তার জন্য অভিনয়ে সমৃদ্ধ হবার অভিজ্ঞতা। তিনি জানান তার ক্যারিয়ারে সবচেয়ে শিক্ষণীয় ছিল এই সময়টা। “আমি মুগ্ধ হয়ে এই চলচ্চিত্রটির পুরোটা মনোজ স্যারের অভিনয় করা দেখেছি, তিনি কীভাবে কাজ করেন তা বোঝার চেষ্টা করে গেছি আমি সর্বক্ষণ। এই ফিল্ম করার সময় যে সম্পর্ক গড়ে তুলতে পেরেছি তা আমি সারাজীবন মনে লালন করব। এটি এমন একটি ভাল লাগার ফিল্ম যা সপরিবারে উপভোগ করতে পারবে,” ফাতিমা বলেন। ফাতিমা সানা শেখ কমেডি ফিল্ম ‘সুরজ পে মঙ্গল ভারি’তে মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করেছেন। অভিনেত্রীর ভাষ্যে এটি খুব উপভোগ্য ফিল্ম ছিল, তিনি বলেন, “আমি যাদের কাজ উপভোগ করি তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এই ফিল্মে, এটি আমার জন্য ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা।” ‘তেরে বিন লাদেন’ ফিল্মের পরিচালক অভিষেক শর্মা পরিচালিত ফিল্মটিতে আরও অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ এবং নেহা পেন্দসে। মনোজ ফিল্মটিতে এক ডিটেক্টিভের ভূমিকায় অভিনয় করেছেন আর ফাতিমা তার বোনের ভূমিকায় অভিনয় করেছেন। ফাতিমাকে অচিরে দেখা যাবে কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’-এ; এতে অভিনয় করেছেন সাইফ আলি খান, ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্দেজ এবং অর্জুন কাপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ