প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তবে এই মুহূর্তে মানসিক ভাবে বিধ্বস্ত অভিনেত্রী। কারণ, রাখির মা জয়া ক্যানসারে আক্রান্ত হয়ে আপাতত হাসপাতালে ভর্তি। তবে মায়ের চিকিৎসার জন্য সালমান খান ও তার ভাই সোহেল খানের কাছ থেকে সাহায্য পেয়ে আপ্লুত রাখি। সালমান ও সোহেলকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাখি। ভিডিও মেসেজের মাধ্যমে নিজের মনের কথা শেয়ার করেছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ট্যাগ করেছেন সালমান খান ও বিগ বস ১৪-কে। রাখির মা জয়া নিজেও হাসপাতালের বিছানা থেকেই ধন্যবাদ জানিয়েছেন সালমানকে। আপাতত তার কেমোথেরাপি চলছে। তিনি বলেছেন, 'সালমানজি, ধন্যবাদ বেটা। সোহেলজি, ধন্যবাদ। এখন আমার কেমো চলছে, আমি এখন হাসপাতালে রয়েছি। এরপর আরও দুটো রয়েছে, তার পর অপারেশন হবে।'
সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, চিকিৎসার খরচের জন্য সালমান খান ও সোহেল খান তাকে খুবই সাহায্য করেছেন। তিনি জানিয়েছেন, 'চিকিৎসার বেশিরভাগ খরচটাই সালমান খান স্যর পূরণ করেছেন। তিনি সত্যিই আমাদের কাছে ত্রাতা, তার ভাই সোহেল খানও। দু'জনেই ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন এবং মায়ের খোঁজ খবর নিয়েছেন। আমি আর ঈশ্বরের কাছে কী চাইব। সালমান খান স্যর আমার ভাই।'
কিছুদিন আগেই বিগ বস ১৪-তে দেখা গিয়েছে রাখি সাওয়ান্তকে। এই সিজনে একজন চ্যালেঞ্জার হিসেবে গিয়েছিলেন তিনি। ২১ ফেব্রুয়ারি ফিনালের আগে তিনি ১৪ লক্ষ টাকা পেয়ে হাউজ ছাড়েন। এই টাকাও মায়ের চিকিৎসার জন্যই ব্যবহার করেছেন তিনি।
বিগ বসের ঘর থেকে বেরিয়ে রাখি জানান, আমার মায়ের জন্য দয়া করে প্রার্থনা করুন। উনার ক্যানসারের চিকিত্সা চলচে। বিকাশ গুপ্তা, অঙ্কিতা লোখান্ডে, রশমি দেশাই, কবিতা কৌশিক, দেবলীনা ভট্টাচার্য- সকলেই রাখির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। আপতত হাসপাতলে মায়ের সঙ্গেই রয়েছেন রাখি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।