Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যালিসনের বাবার করুণ মৃত্যু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

সা¤প্রতিক সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের। তার উপর বড় দুঃসংবাদ শুনতে হলো তাকে। মারা গেছেন তার বাবা হোসে বেকার। নিজেদের ছুটি কাটানোর বাড়ির পাশের লেকের পানিতে ডুবে চিরবিদায় নিয়েছেন ৫৭ বয়সী এ ব্রাজিলিয়ান।
দক্ষিণ ব্রাজিলের একটি ছোট শহর রিনাকো দো ইনফেরনোতে বেড়াতে গিয়েছিলেন অ্যালিসনের বাবা। পরে বুধবার বিকেল ৫টা থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে বাধ্য হয়ে কাকাপাভার ফায়ার ডিপার্টমেন্টে খবর দিলে অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায় তাকে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, স্থানীয় পুলিশ বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে। অ্যালিসনের বাবার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করে ইন্টারন্যাসিওনাল কর্তৃপক্ষ, ‘আমাদের সাবেক গোলরক্ষক অ্যালিসন ও মুরিয়েলের বাবা, হোসে আগস্তিনহো বেকারের মৃত্যু অত্যন্ত দুঃখের একটি সংবাদ।’ শোক প্রকাশ করেছে ক্লাব ফ্লুমিনেন্সেও, ‘গোলরক্ষক মুরিয়েল এবং অ্যালিসনের বাবা হোসে আগস্তিনহো বেকারের মৃত্যুতে ফ্লুমিনেন্স ফুটবল ক্লাব গভীরভাবে দুঃখিত। আমরা তার বন্ধু এবং পরিবারের শক্তি কামনা করি।’
২০১৮ সালে এএস রোমা থেকে তখনকার রেকর্ড ট্র্যান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন অ্যালিসন। ২০১৯ সালে ফিফার সেরা গোলরক্ষক নির্বাচিত হন। তার ভাই মুরিয়েল বেকারও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের গোলরক্ষক। তবে দুই ভাই এক সময় খেলেছেন ইন্টারন্যাসিওনালের হয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ