প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে মোহনলালের ‘দৃশ্যম’। যা ইতিমধ্যেই দর্শকমহলে কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। হিন্দিতে দৃশ্যম–এর প্রথম সিজনও বেশ প্রশংসিতও হয়েছিল। ছবির প্রথম অংশের ধারাবাহিকতা বজায় রেখেই আসতে চলেছে ‘দৃশ্যম ২’।
বলিউড সূত্রে খবর অজয় দেবগন এবং কুমার মাঙ্গাত সেইদিন থেকে দৃশ্যম২ এর পুননির্মাণের অধিকার কেনার সিদ্ধান্ত নিয়ে্ছিলেন যেদিন এই ছবির ঘোষণা হয়। আপাতত শুটিংয়ের জন্য তারিখ বাছাই করছেন অজয়। সম্ভবত চলতি বছরের শেষেই শুরু করবেন নতুন ছবির কাজ। ‘দে দে প্যায়ার দে’র পর আবার পুরোনো বন্ধু টাবু সঙ্গে বড়পর্দায় দেখা যাবে অজয় কে। অন্যান্য ছবিগুলির কাজ নায়ক গুছিয়ে নিলেই এই বছরের শেষদিকে নির্মাতারা শুরু করবেন ‘দৃশ্যম ২’ এর শুটিং। আশা করা যাচ্ছে নতুন বছরেই মুক্তি পাবে দৃশ্যমের হিন্দি সিক্যুয়েল।
শ্রিয়া সরণ, ইশিতা দত্তকেও কি দেখা যাবে এই সিক্যুয়েলে? আশা করা যাচ্ছে পুরোনো সদস্যদেরকেও দেখা যেতে পারে এই সিক্যুয়েলে। তবে পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যুর পর এই সিক্যুয়েল পরিচালনা নিয়ে বেশ চিন্তিত অজয় এবং কুমাররা। সুজয় ঘোষ সহ বেশ অনেকগুলি নাম উঠে এলেও, সম্ভবত হিন্দি সিক্যুয়েলও পরিচালনা করবেন জিতু জোসেফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।