প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পতৌদি পরিবারে এখন আনন্দের পরিবেশ। দ্বিতীয়বার ‘মা’ হলেন করিনা এবং চতুর্থবার বাবা হলেন সাইফ আলি খান। রবিবার ভোর ৪.৪৫ নাগাদ মুম্বইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান। মা-সন্তান দুজনেই সুস্থ। দাদা হলেন ছোট্ট তৈমুর। কিছুক্ষণ আগেই ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে ঢুকতে দেখা গেছে করিশমা কাপুরের সঙ্গে তৈমুরকে।
সবকিছু ভালোয় ভালোয় মিটলেও, কারিনা-সাইফের ফ্যানরা কিন্তু কিছুটা হলেও আশাহত! আসলে তারা ভেবেছিলেন, আজই হয়তো পুত্রের সঙ্গে সেলফি আপলোড হবে করিনার ইনস্টা হ্যান্ডেলে কিংবা ছোট্ট তৈমুরকে দেখা যেতে পারে ছোট ভাইয়ের পাশে আবার হয়তো কেউ ভেবেছিলেন বাবা সইফের সঙ্গে নবজাতকের ছবিও হত পোস্ট।
কিন্ত না তা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় করিনার সঙ্গে তৈমুরের বছর চারেক আগে তোলা এক ছবি তুমুলভাবে ভাইরাল হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট তৈমুরের মাথায় চুমু খাচ্ছে মা করিনা। করিনার সঙ্গে প্রথম সন্তানের ভাইরাল হওয়া সেই ছবির ক্যাপশানে লেখা, ‘আমরা সকলেই প্রার্থনা করছি, আবার এমন ছবি এবং এই মুহুর্তটির জন্য অপেক্ষা করছি।’
একের পর এক কমেন্টে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। কেউ লিখছেন, ‘লাভ ইউ বেবো’ তো কেউ লিখছেন, ‘ঈশ্বর যেন ওকে আশীর্বাদ করেন’।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার সন্তানদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাইফ বলেন, “চার সন্তান আমার হৃদয়ে আলাদা-আলাদা জায়গা নিয়ে রয়েছে। আমি যদি সারার থেকে কোনও রকম আঘাত পেয়ে থাকি, তা তৈমুর ভুলিয়ে দিতে পারবে না। সন্তান জন্মানোর সঙ্গে-সঙ্গে আপনার হৃদয়কে আপনার হৃদয়কে আলাদাভাবে ভাগ করে নিতে হয়। আমার সন্তানের বয়স এক নয়, আমি বুঝি আমার তিন সন্তানের সঙ্গে আলাদা-আলাদাভাবে যুক্ত হওয়া জরুরি।”
উল্লেখ্য গতবছরেই আগস্ট মাসে দ্বিতীয়বার সন্তান সম্ভবার কথ জানান করিনা কাপুর খান। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে কিছুদিন আগেই নতুন বাড়িতে উঠেছেন সাইফ আলি খান ও করিনা কাপুর খান ও ছোট্ট তৈমুর। আগস্ট মাসে সন্তান সম্ভবার কথা জানালেও মাঝে কিছু ছবির শ্যুটিং ও বিজ্ঞাপণ করতে দেখা যায় কারিনাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।