বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের চন্দনাইশ ও ফটিকছড়ি উপজেলায় বুধবার আরও আটটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব ইটভাটার চিমনী গুঁড়িয়ে দেয়া হয়। ধ্বংস করা হয় আট লাখ টাকার কাঁচা ইট।
এ নিয়ে গত দুইদিনে মোট ১৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল চন্দনাইশ উপজেলার হাশিমপুরের বিসমিল্লাহ ব্রিকস, বার আউলিয়া ব্রিকস, হযরত আলী শাহ ব্রিকস, আর বি এল ব্রিকস, আলী শাহ ব্রিকস উচ্ছেদ করা হয়।
পৃথক এক অভিযানে ফটিকছড়ির ভূজপুর বৈদ্যেরহাটের জে এন ব্রিকস, পাইন্দংয়ের গ্রামীণ ব্রিকস ও ভূজপুরে হালদা ব্রিকসের চিমনী ও কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। আদালতের নির্দেশনায় চট্টগ্রাম অঞ্চলের অবৈধ ইটভাটা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।