Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও ফিরে আসছে ‘এক ভিলেন’, নির্মিত হচ্ছে ‘এক ভিলেন রিটার্নস’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩১ পিএম

সাফল্যের ৭ বছর পর সিনেমাপ্রেমিদের মাঝে আবারও ফিরে আসছে ‘এক ভিলেন’। তবে বেশ কিছু পরিবর্তন নিয়ে। হ্যাঁ নির্মিত হচ্ছে ছবিটির সিক্যুয়েল। মোহিত সুরির পরিচালনায় এ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম, সঙ্গে আছেন অর্জুন কাপুরও। সিনেমার নাম রাখা হয়েছে ‘এক ভিলেন রিটার্নস’। ‘এক ভিলেন রিটার্নস’-এ কেন্দ্রীয় দুই নারী চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি এবং তারা সুতারিয়া।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং একথা কাপুর। সিনেমাটি মুক্তি দেওয়া হবে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি। অর্থাৎ সিনেমাটির ঘোষণার পর ১ বছর পরেই মুক্তি পাচ্ছে ‘এক ভিলেন রিটার্নস’।

গত বছরের শেষদিক থেকেই বলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয় সিনেমাটি নিয়ে। গুঞ্জন ছিল ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুরকে দেখা যাবে মুখ্য চরিত্রে। তবে শেষ পর্যন্ত অর্জুনের উপরই ভরসা রাখলেন নির্মাতা মোহিত।

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবিটি সেই বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বালাজি মোশন পিকচার ব্যানারে নির্মিত সেই সিনেমা পরিচালনা করেন মোহিত সুরি। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অভিনেতা রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ