Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিং সেটে আহত জন আব্রাহাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৩ পিএম

শুটিং সেটে গুরুতর আহত হলেন অভিনেতা জন আব্রাহাম। বর্তমানে অধিকাংশ অভিনেতাই অ্যাকশন সিকুয়েন্সে একাই পাঠ করেন। যার ফলে বেশির ভাগ ক্ষেত্রে শুটিং সেটে আহত হন অভিনেতারা। এই তালিকায় সবার আগে নাম ছিল অক্ষয় কুমার, সালমান খান ও জন আব্রাহামদের। এবার দেখা গেল এই একই পরিস্থিতি। ফের আঘাত পেলেন অভিনেতা।

অ্যাকশন সিকুয়েন্সের শুটিং চলাকালীন পেছন থেকে আঘাত লাগে টিউবের। তৎক্ষণাত কান দিয়ে বেয়ে পড়ে রক্ত। সঙ্গে সঙ্গে সেটের সকলেই ছুটে আসে ফাস্টএডের বক্স নিয়ে। তবে পার্ফেক্ট শর্ট দিয়ে ব্যথার কোন যন্ত্রণা চোখে মুখে প্রকাশ পায়নি তার। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

অভিনেতার এই ভিডিও দেখা মাত্রই রিতি মতো শোরগোল পরে যায় নেটদুনিয়ায়। চিন্তিত হয়ে পড়েন তার অনুগামীরা। হাজার হাজার কমেন্টের ঝড় উঠতে থাকে তার সোশ্যাল হ্যান্ডেলে। কেউ কেউ তার এই কাজের জন্য বাহবা দিয়েছেন তো কেউ আবার তাকে সাবধানে থাকার পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ