Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো যৌথ প্রযোজনায় অনুরাগ-একতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ এএম

অনুরাগ কাশ্যপ ও একতা কাপুর ফের একসঙ্গে ছবি করতে চলেছেন। এর আগে তারা একত্রে ‘লুটেরা’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবি দুটি প্রযোজনা করেছিলেন। তাদের নতুন ছবির নাম ‘দো বারা’। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তাপসী পান্নু। পরিচালকের আসনে বসেছেন অনুরাগ। ছবিটি প্রযোজনা করছে একতার বালাজি টেলিফিল্মসের নতুন শাখা কাল্ট মুভিজ। একতার সঙ্গে এই ছবির সহ-প্রযোজনা করছেন সুনীর খেত্রপাল ও গৌরব বোস।

ইতিমধ্যেই ‘দো বারা’ ছবির টিজার মুক্তি পেয়েছে। সেখানে তাপসীর সঙ্গে পরিচালক অনুরাগকেও দেখা যাচ্ছে। টিজার দেখে যতটুকু আন্দাজ পাওয়া যাচ্ছে, টাইম ট্র্যাভেল বিষয়ের উপর ছবিটি তৈরি করা হয়েছে।

অনুরাগ বলছেন, ‘এই ছবির মাধ্যমে দর্শকদের কাছে একেবারে নতুন ধরনের একটি বিষয় নিয়ে আসার চেষ্টা করছি। তাপসীর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। একেবারে নতুন আঙ্গিকে ছবিটি তৈরি করা হচ্ছে।’

একইভাবে উচ্ছ্বসিত তাপসীও। তিনি বলছিলেন, ‘ছবিটা ইউনিক হতে চলেছে। তার অন্যতম কারণ হল পরিচালক অনুরাগ কাশ্যপ। আবার প্রযোজনায় রয়েছেন একতা। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকবে। আমি প্রথমবার একতার সঙ্গে কাজ করছি। আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ