Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪০ এএম
বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে দায়ের অস্ত্র লাইসেন্স সংক্রান্ত মামলা খারিজ করল যোধপুর আদালত। অভিনেতা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও অস্ত্র সঙ্গে রেখেছিলেন এবং তা দিয়েই শিকার করেন বলে অভিযোগ উঠেছিল। সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত।
 
তার বিরুদ্ধে অভিযোগ ছিল, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন এবং তা দিয়েই শিকার করেন। গতকাল মামলার শুনানিতে ভিডিও লিঙ্কের মাধ্য়মে যোগ দেন ভাইজান। বিচারক রাঘবেন্দ্র কাঁচওয়াল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল করে দেন।
 
আর এরপর সালমান তার টুইটে বলেন, ‘কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য ভক্তদের অজস্র ধন্যবাদ। আপনারা নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল।'
 
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার আদালতের রায়ে জয়ী হলেন সলমন। এর আগে সিজেএম আদালতও এই মামলায় সলমনকে ক্লিনশিট দিয়েছিল


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ