বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুরে ছাগলের জন্য পাতা আনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে নছিরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহত নছিরন নেছা গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইগাছি পাড়া এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল কুদ্দুছের স্ত্রী সাহেরা খাতুন ও তাজুল ইসলাম আহত হয়েছেন। এদের মধ্যে সাহেরা খাতুনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তাজুল ইসলামকে মেহেরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, তাজুল ইসলাম সাহারবাটি মাঠে কাঁঠাল গাছ কাটছিলেন। এ সময় নছিরন নেছা, সাহেরা খাতুনসহ অন্যরা পাতা নেয়ার জন্য অপেক্ষা করছিলেন। গাছ কাটা হয়ে গেলে অসাবধাণতাবসত তািদের ওপর পড়ে মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নছিরনকে মৃত ঘোষণা করেন। সাহেরা খাতুনের অবস্থা খারাপ হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাংনী থানার এসআই হাবীবুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে গাংনী থানায় নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।