প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শাহরুখ যে আব্রামকে ছাড়া থাকতে পারেন না, তার প্রমাণ নেটমাধ্যমে তার ভক্তরা আগেই পেয়েছেন। যেখানে শাহরুখ, সেখানেই তার পাশে ছোট্ট আব্রাম। মা-বাবার অহংকার বার বার প্রকাশ পায় তাদের ইনস্টাগ্রাম ও টুইটারে। কখনও ছেলের তাইকন্ডো ক্লাসের ছবি, কখনও বাবার হাত থেকে হলুদ বেল্ট অর্জন করার ভিডিও, কখনও আবার দৌড় প্রতিযোগিতায় স্মারক পাওয়ার ছবি।
বুধবার দুপুরে শাহরুখ পত্নী ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান তাদের ছোট ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন। ছবিতে রয়েছে ছোট্ট আব্রাম খান। নির্লিপ্ত মুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। তার হাতে বক্সার গ্লাভস দেখে বোঝা যাচ্ছে, বক্সিং করছিল সে। আর তার দক্ষতায় গর্বিত মা গৌরী খান। ক্যাপশনে কিংবদন্তি বক্সারের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘আমার মাইক টাইসন।'
আর বৃহস্পতিবার বোঝা গেল, শাহরুখ তার ছোট ছেলের এই বক্সিং করার সময়ে সামনে ছিলেন না। আর তার আফসোস ফুটে উঠল টুইটারে। গৌরীর টুইটটা শেয়ার করে তিনি লিখলেন, ‘আরে! আমি কোথায় ছিলাম?’
শাহরুখ খানের আফসোস জড়ানো টুইট- www.twitter.com/iamsrk/status/1359638290408693762
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।