Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আবারো একসাথে টাইগার-কৃতি, প্রকশ্যে এলো নতুন ছবির মোশন পোস্টার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ এএম

২০১৪ সালে প্রথমবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন টাইগার শ্রফ-কৃতি শ্যানন। সাব্বির খান পরিচালিত ‘হিরোপন্তি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল দুই তারকাকে। প্রথমবারেই নতুন এই জুটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই জুটিকেই আবার ফিরিয়ে আনছেন পরিচালক বিকাশ বহেল ।

বিকাশ বহেল পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফের মোশন পোস্টার ছবির হাইপ বাড়িয়ে দিয়েছে আগেই। তবে ছবিতে টাইগারের বিপরীতে কাকে দেখা যাবে অ্যাকশন দৃশ্যে, তা নিয়ে চলছিল জোর জল্পনা। অবশেষে পাওয়া গিয়েছে ‘হিরোপন্তি’র হিরোইনের খোঁজ। প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় মোশন পোস্টার। অ্যাকশনে ভরপুর ‘গণপথ’-এ কৃতিকে দেখা যাবে অন্য লুকে।

গতকাল টাইগার শ্রফ টুইটারে তার এক টুইটে ‘গণপথ’ ছবির দ্বিতীয় মোশন পোস্টার শেয়ার করেন। ভিডিওটিতে কৃতি শ্যাননকে দেখা যায় মোটরবাইকে নিয়ে স্টান্ট করতে।

দুটি ভাগে মুক্তি পাবে গণপথ। মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ড বক্সিং এবং মিক্সড মার্শাল আর্টসকে ছবির ব্যাকগ্রাউন্ডে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। অসাধারণ অ্যাকশন দক্ষতার পরিচয় ‘বাগি’, ‘ওয়ার’-এর মতো ছবিতে আগেই দিয়েছেন টাইগার শ্রফ। তবে চেনা কাজের বাইরে চ্যালেঞ্জিং চরিত্রে কৃতি শ্যানন। টাইগারের পাশাপাশি তাকেও দেখা যাবে নানা অ্যাকশন সিকোয়েন্সে।

ছবি প্রযোজনায় রয়েছেন বাশু ভাগনানি ও জ্যাকি ভাগনানি। গণপত মুক্তি পাবে ২০২২-র শুরুর দিকে। প্রসঙ্গত, টাইগার শ্রফকে শেষ দেখা গেছে ‘বাগি থ্রি’তে। এবং কৃতি শ্যাননকে শেষ দেখা গিয়েছে ‘পানিপথ’ ছবিতে। ‘মিমি’ ও ‘বচ্চন পাণ্ডে’ও রয়েছে অভিনেত্রী কৃতি শ্যাননের হাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ