মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য আমেরিকাকে দোষারোপ করেছে চীন। এ অবস্থায় অতীতের সকল ভুল শোধরানো ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনা প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ সহকারী ইয়াং জেইচি মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রথম টেলিফোন আলাপে এ আহ্বান জানান।
চীনা কর্মকর্তা আরো বলেন, মার্কিন প্রশাসনের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত সাম্প্রতিক ভুলগুলো সংশোধন করা, চীন-আমেরিকা সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়নের জন্য সংঘাতহীনতার চেতনা সমুন্নত রাখা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে চীনের সঙ্গে কাজ করা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গণমাধ্যমের কাছে এসব কথা তুলে ধরেছেন।
চীনা কূটনৈতিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরো বলেন, চীন ও আমেরিকা দু দেশেরই উচিত অন্যের মৌলিক স্বার্থের বিষয়ে সম্মান করা। এর পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থা ও নিজেদের পছন্দ মতো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রতিও শ্রদ্ধা থাকা উচিত। দু পক্ষের উচিত নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেয়া। এ ছাড়া পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে চীনের সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন জেইচি। সূত্র : সিনহুয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।