Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মিউজিক ভিডিওতে মুগ্ধ করলেন নোরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৩:২৯ পিএম

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কেবল নাচেই নয়, অভিনয় গুণে অনন্য নোরা। সম্প্রতি তিনি তার নতুন মিউজিক ভিডিওতে নাচ আর অভিনয়ে মুগ্ধ করলেন ভক্তদের। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর ইতোমধ্যে ছয় মিলিয়নের বেশিবার দেখা হয়েছে গানটি।

গুলশান কুমার ও টি-সিরিজ পরিবেশিত ‘ছোর দেঙ্গে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পরম্পরা ট্যান্ডন। মূল চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও ইহান ভাট। গানটির কথা লিখেছেন যোগেশ দুবে আর সংগীতায়োজন করেছেন সচেত-পরম্পরা।

শুধু গান বা নাচ নয়, পরিপূর্ণ একটা গল্প ফুটে উঠেছে সাড়ে চার মিনিটের মিউজিক ভিডিও ‘ছোর দেঙ্গে’তে। নোরা ফাতেহি আশানুরূপভাবেই তার অনিন্দ্য নৃত্য দিয়ে দর্শকের মন ভরিয়ে তুলেছেন, একইসঙ্গে অভিনয় দক্ষতাও দেখিয়েছেন দারুণ। একটা বিয়োগান্তক প্রেমের গল্প আছে গানে। আছে প্রতারণা আর হৃদয় ভাঙার বেদনা। আর আছে কঠিন প্রতিশোধ। গানটির সব কাহিনির তাৎপর্য ফুটে উঠেছে শেষভাগে কয়েক মুহূর্তের দৃশ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ