Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক হোটেল কর্মীর করোনার কারণে অস্ট্রেলিয়া ওপেনের ৬শ খেলোয়ার আইসোলেশনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫২ পিএম

এক হোটেল কর্মীর কোভিড পজিটিভে অস্ট্রেলিয়া ওপেনের ৬শ খেলোয়ার আইসোলেশনে।মেলবোর্নে গ্রান্ড হায়াত নামে পুরো হোটেলটিই কোয়ারেন্টাইনে রুপান্তরিত হয়েছে। অস্ট্রেলিয়া ওপেনে টেনিস খেলোয়াড়দের এই দশা দাঁড়িয়েছে ওই হোটেলের এক কর্মীর পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ায়। অথচ টেনিস টুর্নামেন্টটি শুরু হওয়ার আর বাকি আছে চারদিন। -সিএনএন

গত ২৮দিনে সেখানে আর কোনো ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়নি। ২৬ বছরের ওই হোটেল কর্মীর এ দুঃসংবাদ মেলে গত বুধবার সন্ধ্যায়। অস্ট্রেলিয়ায় এখনো মাস্ক পড়া ঘরেও বাধ্যতামূলক। জনসমাগমস্থলে তো বটেই। এখন হোটেলে কোভিড টেস্ট চলছে পুরোদমে। এবং ওই ৬’শ মানুষের কারো পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত অন্যের সংস্পর্শে আসা নিষেধ। অবশ্য টেনিস টুর্নামেন্টের আয়োজকরা বলছেন যথাসময়েই অস্ট্রেলিয়া ওপেন শুরু হবে। মাত্র একজনের কোভিড টেস্ট পজিটিভ এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ