Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় গুগল সার্চের বিকল্প হবে বিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ২:১১ পিএম

অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী সংবাদ প্রকাশকদের সঙ্গে গুগল ও ফেসবুকের মতো ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক চুক্তি থাকতে হবে। এ চুক্তির আওতায় সংবাদ মাধ্যমগুলোর কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে গুগল ও ফেসবুকের মতো অনলাইন জায়ান্টগুলোকে অর্থ পরিশোধ করতে হবে, যা বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলোর কনটেন্ট ব্যবহার নিয়ে চলমান লড়াইকে আরো জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে।

গত মাসের শেষদিকে ফরাসি প্রকাশকদের একটি গ্রুপ জানায়, তারা কপিরাইট নিয়ে একটি সাধারণ কাঠামোতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত দেশটির জাতীয় দৈনিক লে মন্দ ও লে ফিগারোসহ কয়েকটি প্রকাশনার সঙ্গে স্বতন্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংবাদ কনটেন্ট ব্যবহারের জন্য ফরাসি কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই গুগলের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় সার্চ সেবা বন্ধের হুমকি দেয়া হয়। তিন বছরের এ চুক্তির মেয়াদে সার্চ জায়ান্টটি ফরাসি প্রকাশকদের ১৩০ কোটি ডলার পরিশোধ করবে।

গুগলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক মেল সিলভা দেশটির সিনেট কমিটিকে জানিয়েছে, এ নীতিটি আইনে পরিণত হলে তাদের ব্যবসায় আর্থিক অস্থিতিশীলতা ও ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হবে। সুতরাং অস্ট্রেলিয়ায় গুগল সার্চ বন্ধ করে দেয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।

গুগলের এমন হুমকির প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে কী করা যাবে, তা পার্লামেন্ট ঠিক করে দেয়। এগুলো মেনে এখানে কাজ করতে চাইলে আপনাকে স্বাগত। তবে আমরা হুমকির বিষয়টি আমলে নিচ্ছি না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, তাদের দেশ থেকে গুগল যদি ব্যবসা গুটিয়ে নেয়, সেক্ষেত্রে গুগলের অনুপস্থিতি পূরণের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাসী মাইক্রোসফটের সার্চ সেবা বিং।

মাইক্রোসফটের বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলোচনা হয়েছে। সে আলোচনার পরিপ্রেক্ষিতে গত সোমবার দেশটির প্রধানমন্ত্রী তাদের নতুন আইন মেনে সেবা দিতে আগ্রহী বিং সার্চের কথা বলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ