Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনমের তারিখ বিভ্রাট শুধরে দিলেন স্বামী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৭ পিএম

স্বামী আনন্দ আহুজার সঙ্গে পুরনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ ঘটালেন অভিনেত্রী সোনম কাপুর। চার বছরের পুরনো সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে আলিঙ্গন করে গালে গাঢ় চুমু খাচ্ছেন আনন্দ আহুজা। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন সোনম।

ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, এটা তাদের নিউ ইয়র্ক ট্রিপের ছবি। সেখানে গিয়েই আনন্দ তাকে প্রোপোজ করে। ছবিতে প্রিন্টেড পোশাক, উজ্জ্বল ট্যাঙ্গি শেডের লিপস্টিক আর হুপ ইয়াররিংয়ে ধরা দেন অভিনেত্রী। অন্যদিকে, ক্যাজুয়াল ধূসর রঙের টি-শার্টে পরে দেখা যায় আনন্দকে। তবে কমেন্টে আসল চমক দেন আনন্দ। অভিনেত্রীর তারিখ বিভ্রাট শুধরে তিনি লেখেন, এই ছবি তোলা হয়েছিল তার(আনন্দের) জন্মদিন পার্টিতে। আর এই পার্টির আয়োজন করেছিলেন খোদ সোনম।

মূলত, ছবি তোলার সপ্তাহ খানেক পরে সোনমকে প্রোপোজ করেন আনন্দ। যদিও অভিনেত্রীর তারিখ ভুলে যাওয়ার বিষয়টি বেশ উপভোগ করেছেন তার অনুরাগীরা।

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন শিল্পপতি আনন্দ আহুজা এবং অভিনেত্রী সোনম কাপুর। প্রায় দু’বছর প্রেমালাপের পর চার হাত এক হয় দুজনের। সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকে। দিন দিন তাদের বন্ধন আরও দৃঢ় হচ্ছে। -হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ