Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের প্রস্তাব এখনই মানবে না যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র জানিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে দেয়া ইরানের প্রস্তাব মেনে নেয়ার সময় এখনও আসেনি। তেহরানকে পুরোপুরি চুক্তি বাস্তবায়ন করতে হবে বলেও জোরারোপ করেছে ওয়াশিংটন। ছয় জাতির সঙ্গে ইরানের করা ২০১৫ সালের চুক্তিতে ফিরে যেতে আগ্রহ আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে ইরানকে প্রথমে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরান যদি জেসিপিওএ’র অধীনে চুক্তিতে পুরোপুরি সম্মতিতে ফিরে আসে তবে যুক্তরাষ্ট্রও একই কাজ করবে। তিনি বলেন, ইরানের কোনও প্রস্তাব মেনে নিয়ে তাদের সঙ্গে সরাসরি বসার আগে প্রশাসন ‘আমাদের মিত্র, অংশীদার, এবং কংগ্রেসের সঙ্গে পরামর্শ করবে। ইরান জোর বলছে যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা আগে প্রত্যাহার করতে হবে। ট্রাম্প এককভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসার পর ইরান পুনরায় তাদের পরমাণু কর্মসূচি শুরু করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকা-কে ‘সমন্বয় সাধন করতে’ ইউরোপীয় ইউনিয়নকে সমন্বয় করতে প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ফিরলে ইরানেও তাৎক্ষণিকভাবে চুক্তির শর্তে ফিরবে। এখানে সময় কোনও ইস্যু নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ডেইলি সাবাহ।



 

Show all comments
  • আশিক ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৫৮ এএম says : 0
    যখনই হোক ইরানের প্রস্তাব মানতে হবে
    Total Reply(0) Reply
  • Monjur Rashed ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪৫ পিএম says : 0
    Contract was violated firstly by Trump Administration through instigation from Israel & Saudi Arabia , not by Iran.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ