Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অনীক’-এ আয়ুষ্মানের ফার্স্টলুক প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৫০ পিএম

ফের একবার পরিচালক অনুভব সিনহার ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। এর আগে অনুভবের ‘আর্টিকল ১৫’ ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান । ২০১৯-এ মুক্তি পেয়েছিল ছবিটি। এবার অনুভবের অ্যাকশন-থ্রিলার ‘অনীক’-এ কাজ করছেন আয়ুষ্মান। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়েছে এই ছবির শুটিং। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং করা হচ্ছে। ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম জোশুয়া।

সম্প্রতি তাদের দ্বিতীয় ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা। পাশাপাশি আয়ুষ্মান ছবিতে নিজের ফার্স্টলুকও শেয়ার করেন। সোশ্যাল হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন আয়ুষ্মান। সেখানে জঙ্গলের মধ্যে হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আয়ুষ্মান ও অনুভবকে। আর পরবর্তী ছবিতে গাড়ির মধ্যে বসে রয়েছেন আয়ুষ্মান। ছবিতে এলোমেলো হয়ে রয়েছে তাঁর চুল। ভ্রুতে কাটার দাগ। গালে চাপ দাড়ি। ছবির ক্যাপশনে আয়ুষ্মান লেখেন, “অনুভব সিনহা স্যারের সঙ্গে কাজ করার জন্য খুবই আনন্দিত। আবার। #অনীক। ছবিতে জোশুয়া হিসেবে আমার লুক প্রকাশ করা হল।” - সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ