Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তারক্ষীর উপর রেগে গেলেন হৃত্বিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৩:২০ পিএম

সম্প্রতি দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বাইয়ে এক হাসপাতালে গিয়েছিলেন হৃত্বিক। সেখানেই হাসপাতালের নিরাপত্তারক্ষীর উপর বেজায় চটে যান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই একটি ভিডিও।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে উঠে আসা প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালের নিরাপত্তারক্ষী হৃত্বিককে ভিতরে ঢুকতে বাধা দেন। আর তাতেই বেজায় চটে যান অভিনেতা। তাকে বলতে শোনা যাচ্ছে, ''আরে বোলো না অ্যায়সে স্যার''। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিওটির নিচে বিভিন্ন লোকজনকে কমেন্ট করতে দেখা গিয়েছে। তাতে অবশ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, ''উনি তো শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন, এবং স্যার বলেও সম্বোধন করেন।'' কেউ আবার লিখেছেন, ''উনিও মানুষ, তাই মেজাজ হারাতেই পারেন।'' কারোর কথায়, ''হৃত্বিককে এভাবে কেউ কেন চটালেন?''



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ