Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখে দীপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ পিএম

কন্যাসন্তানের অভিভাবক হয়ে তার নামকরণ করে ফেললেন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। দ্বিতীয় সন্তানের বাবা হলেন কমেডি কিং কপিল শর্মা। দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় রয়েছেন কারিনা কাপুর ও সাইফ আলি খানও। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখে দীপিকা পাড়ুকোন। তিনি অন্তঃসত্ত্বা কিনা, তা জানার প্রবল আগ্রহ নেটদুনিয়ার একাংশের।

মাসের শুরুর দিনেই নিজের হাসিমুখের একটি ছবি পোস্ট করেছিলেন দীপিকা। তা নিয়েই তোলপাড় টুইটার। কেউ লিখেছেন, “অন্তঃসত্ত্বা নাকি? ছবি দেখে তো তাই মনে হচ্ছে।” কারও আবার আশা ছিল দীপিকাও কারিনা ও আনুষ্কার মতো গর্ভবতী অবস্থার ছবি পোস্ট করবেন। এমনই প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে নেটদুনিয়া।

উল্লেখ্য, গত বছরটা বিশেষ ভাল যায়নি দীপিকার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় তারও নাম জড়িয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন তিনি, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিং। তবে এবছর নতুন শুরুর জন্য নাকি মুখিয়ে রয়েছেন নায়িকা। নিউ নর্মালে শকুন বাত্রার ছবির শুটিং গত বছরই শুরু করেছিলেন। আবার প্রভাসের সঙ্গেও জুটি বাঁধবেন। হৃতিক রোশনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন বলে শোনা গিয়েছে। সুতরাং অভিনেত্রীর এখনই অন্তঃসত্ত্বা হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অবশ্য, সময়ের কথা কে-ই বা বলতে পারে! তা যে কোনও মুহূর্তে পালটে যেতেই পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ