Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রূপের বিষয়গুলোতে হাসি পায় সামান্থার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১০:০৯ এএম

দক্ষিণী ছবিতে বেশ জনপ্রিয় নাম সামান্থা আক্কিনেনি। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে তো বটেই, সামান্থার সৌন্দর্য্যেও কাত অসংখ্য মানুষ। তার রূপ ও দক্ষ অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। অভিনেত্রীর অনুরাগীদের সংখ্যা গুনে শেষ করা যাবে না। আর তাদের কীভাবে মাতিয়ে রাখতে হয় তাও খুব ভাল ভাবেই জানেন। নিজের ওপর লাইমলাইট রাখতে সামান্থার মতো দক্ষ খুব কম মানুষ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা কারণে বিদ্রূপের শিকার হন সামান্থা। অতীতে এ নিয়ে অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন এই অভিনেত্রী। তবে এখন আর সেটি করেন না তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন সামান্থা। এই সময় তাকে বিদ্রূপ করা প্রসঙ্গে জানতে চাওয়া হলে সামান্থা জানান, অতীতে এই বিষয়ে অনেক ভেবেছেন তিনি। এমনকি কষ্ট পেয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন। কিন্তু এখন এগুলো তাকে আর ভাবায় না। বরং, বিদ্রূপের বিষয়গুলোতে তার হাসি পায়। এগুলো তার ওপর আর প্রভাব ফেলে না।

এছাড়া সামান্থার ফিটনেস ফ্রিক হয়ে ওঠার কারণ জানতে চান আরেক ভক্ত। এই অভিনেত্রী জানান, স্বামী নাগা চৈতন্যকে দেখার জন্য জিমে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে জিমে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে।

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছেন সামান্থা। ‘স্যাম জ্যাম’ নামে একটি টক শো সঞ্চালনা করছেন সামান্থা। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হয়। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ