Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কেজিএফ-টু’র হিন্দি স্বত্ব বিক্রি হলো ১০৪ কোটি টাকায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১:০৩ পিএম | আপডেট : ১:১৬ পিএম, ২৮ জানুয়ারি, ২০২১
কন্নড় সিনেমা কেজিএফ-টু’র হিন্দি স্বত্ব কিনে নিলেন বলিউড তারকা ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি। স্বত্ব কিনে প্রায় ৯০ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি টাকা খরচ করতে হয়েছে তাদের। সম্প্রতি ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্বের টিজার মুক্তি পেয়েছে। দক্ষিণের সুপারস্টার যশের এই ছবির দ্বিতীয় টিজারও মুক্তির পথে।
 
‘কেজিএফ’-এর সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রথম ছবির সময় খুবই কম টাকায় হিন্দি স্বত্ব বিক্রি হয়। কিন্তু এখন আর সেটা হওয়ার নয়। কন্নড় ভাষাতেই দ্বিতীয় ছবির ক্ষেত্রে প্রায় ৭ গুণ বেশি অর্থলগ্নি হচ্ছে। ফলে হিন্দি স্বত্বর জন্যও অনেক বেশি খরচ করতে হবে, সেটাই স্বাভাবিক।
 
প্রশান্ত নীল পরিচালিত এ ছবিতে ভিলেন হয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। আছেন রাভিনা ট্যান্ডনও। আর নায়িকা হয়েছেন শ্রীনিধি শেঠি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ