Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে এলো দাউদ ইব্রাহিমের বায়োপিকের টিজার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ৩:০৮ পিএম

ইতোপূর্বে অনেক সিনেমাতেই মাফিয়া গ্যাংদের কাহিনি দেখা গেছে। এবার কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বায়োপিক নির্মাণ করছেন বলিউডের নির্মাতা রাম গোপাল বর্মা। গত ২৩ জানুয়ারি (শনিবার) রাম গোপাল তার টুইটার পোস্টে ‘ডি কোম্পানি’ শিরোনামের এ সিনেমাটির টিজার শেয়ার করেন।

গ্যাংস্টার ঘরানার সিনেমা বানাতে পছন্দ করেন রাম গোপাল বর্মা। এবার পছন্দের ধাঁচের সিনেমাই বানাচ্ছেন তিনি। টুইটারে টিজারটি শেয়ার করে তিনি বলেন, ‘ডি কোম্পানি’ শুধু দাউদ ইব্রাহিম সম্পর্কে নয়, বরং তার ছত্রছায়ায় যারা বাঁচতেন এবং যারা মারা গেছেন - তাদেরই গল্প ফুটে উঠবে এ সিনেমায়।

ভারতের সর্বকালের সবচেয়ে ক্ষমতাধর অপরাধ সংগঠনটির জন্ম ও উত্থানের পেছনে কারা ছিলেন তা তুলে ধরার চেষ্টা করা হবে ‘ডি কোম্পানি’তে। কয়েক দশক ধরে তারা মুম্বাই শহরকে হাতের মুঠোয় নিয়ন্ত্রণে রেখেছিল। দাউদ ইব্রাহিমের নামানুসারে গ্যাংটির নাম হয় ‘ডি কোম্পানি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ