Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের মূল্যবোধের সনদ প্রত্যাখ্যান ৩ সংগঠনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফ্রান্সে মসজিদের ইমামদের প্রজাতন্ত্রের ম‚ল্যবোধের সনদ নামে নতুন এক সনদে স্বাক্ষর করার যে বিধান চালু করা হয়েছে দেশটির মুসলিম কাউন্সিলের ৩টি মুসলিম সংগঠন তা প্রত্যাখ্যান করেছে। সংগঠন ৩টি বলছে, এতে ইসলাম ধর্মের মারাত্মক ক্ষতি হবে। এ সনদে স্বাক্ষর করার অর্থ হলো- মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে ওপর আঘাত। ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম অরশিপ (সিএফসিনিএম) এর অন্তর্ভূক্ত দ্যা কোঅর্ডিনেশন কমিটি অব তার্কিস মুসলিমস ইন ফ্রান্স (সিসিএমটিএফ) ও মিল্লি গোরুস ইসলামিক কনফেডারেশন (সিএমআইজি) এবং বিশ্বাস ধর্ম চর্চা আন্দোলন নামে ৩ সংগঠন ফরাসি প্রেসিডেন্টের কথিত প্রজাতন্ত্রের ম‚ল্যবোধের সনদে সই করবে না বলে গত ২০ জানুয়ারি দেশটির সরকারকে জানিয়ে দিয়েছে। এই সনদে সই করার বিষয়টি ফ্রান্সের মুসলমানদের মধ্যে একটা বড়ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। ফ্রান্সের বিশেষ করে উদার মানসিকতার ইমামরা এই সনদে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। এর আড়ে দেশটির নয়টি মুসলিম সংগঠনের জোট এই ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ বা সিএফসিএম ফরাসি সরকারের চাপের ইমাম নিয়োগ এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ‹ন্যাশনাল কাউন্সিল অব ইমাম› নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সম্মত হয়েছে। ফ্রান্সে এই সনদ নিয়ে বিতর্ক চললেও দেশটির সরকার এই সনদ কার্যকর করতে এবং ইমামদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে যে বদ্ধপরিকর তার একটা প্রমাণ ফ্রান্সে পাকিস্তানের এক ইমামের সাম্প্রতিক কারাদন্ড। ফ্রান্সে ইউরোপের সর্বাধিক সংখ্যক মুসলিমের বাস। দেশটিতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা ৫০ লাখ। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ