বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলার উপকণ্ঠে বাঘড়ি বাজার সংলগ্ন খোকন সিকদার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে সাতটায় রাজাপুর উপজেলার বাগড়ি বাজার পেট্রল পাম্প এলাকার মৃত আইউব আলী সিকদারের ছেলে খোকন সিকদারের নির্মাণাধীন চৌচালা টিনের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ এ সময় ঘরে কেউ ছিল না। প্রতিবেশীরা আগুনের লেলিহান দেখে ডাক চিৎকারে স্থানীয়রা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে রাজাপুর ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ষ্টেশন অফিসার আব্দুস সোবহান জানান,বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
খবর শুনে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজাপুর থানা পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান- বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।
ক্ষতিগ্রস্ত খোকন সিকদার বলেন- গৃহটি নির্মাণাধীন, এ সময় ঘরে কেহ ছিলনা, বাহিরে গিয়েছিল।
খোকন সিকদারের ভাই হায়দার সিকদারের দাবী ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা।
আগুন নিয়ন্ত্রণের পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।