প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের সুপারহিরো সায়েন্স ফিকশন ‘কৃষ’ সিরিজের চতুর্থ পর্ব আসছে। চলচ্চিত্রটি নির্মাণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। চিত্রনাট্য লেখা এখনও শেষ হয়নি, তবে প্লটের একটি গুরুত্বপূর্ণ দিক জানা গেছে। এতে হৃতিক সম্ভবত দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন। সমূহ সম্ভাবনা আছে ‘কৃষ ফোর’-এ হৃতিক রোশন একই সঙ্গে সুপারহিরো আর সুপার-ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন। চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে : “’কৃষ’-এ সাদা আর কালো দুটি ভূমিকায় অভিনয় করা বরাবর হৃতিকের স্বপ্ন ছিল। সেই সময় এসে গেছে। আপনারা জানেন, সিরিজটি বরাবর দর্শকদের আনন্দ দিয়ে আসছে, এখন আরও এগিয়ে যেতে হবে। ‘কৃষ ফোর’ যেন অনন্য হয় সেদিকে নজর দিতে হবে। হৃতিক আর তার বাবা রাকেশ রোশন সিদ্ধান্ত নিয়েছেন এই ফিল্মে হৃতিকের দ্বৈত ভূমিকা হবে।” ‘কৃষ ফোর’-এর কাহিনীকারদের সেভাবে কাহিনী রচনার নির্দেশ দেয়া হয়েছে। “তাদের কাহিনীর কেন্দ্রটি বলে দেয়া হয়েছে। এখন চিত্রনাট্যকারদের দলকে এভাবেই এগুচ্ছেন যাতে হৃতিক ফিল্মটিতে সুপারহিরো আর সুপার-ভিলেনের ভূমিকা করেন,” সূত্র বলেছে। শুধু বলিউড নয় সারা দুনিয়ায় সম্ভবত এই প্রথম একই অভিনেতা একই সঙ্গে সুপারহিরো আর সুপার-ভিলেনের ভূমিকায় অভিনয় করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।