Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ওয়ার’-এর পর ‘ফাইটার’ নিয়ে আসছেন হৃতিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:১৯ পিএম

ভক্তদের দীর্ঘ সময় সাসপেন্সে রেখে অবশেষে নিজের পরবর্তী ফিল্মের কথা ঘোষণা করলেন বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন ৪৭তম জন্মদিনে। জানালেন তাঁর আপকামিং ফিল্ম ‘ওয়ার’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের তৈরি ‘ফাইটার’। আর এই ফিল্মে হৃতিকের বিপরীতে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই খবর দেওয়ার পাশাপাশি মুভির একটি ঝলকও সবার সামনে এনেছেন ‘ওয়ার’ তারকা।

জন্মদিনে হৃতিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “’ফাইটার’ হিসেবে মারফ্লিক্স ভিশনের একটি ঝলক তুলে ধরছি। ব্যতিক্রমী দীপিকা পাড়ুকোনের সঙ্গে আমার প্রথম লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। সবাই সিদ্ধার্থ আনন্দের এই জয়রাইডে চড়ার জন্য তৈরি।'

হৃতিকের এই ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়ে দীপিকা লিখেছেন, 'স্বপ্ন প্রকৃতই সত্যি হতে চলেছে।' এই ফিল্ম মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। ফাইটারের সম্পর্কে সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, 'দু জন ফেভারিট স্টারকে একসঙ্গে আনতে পারাটা নিঃসন্দেহে আমার জীবনের একটা বড় উত্তেজনার মুহূর্ত। ভারতে অ্যাকশন ফিল্ম তৈরির জন্য একনিষ্ঠ প্রোডাকশন হাউস মারফ্লিক্সের সঙ্গে এই যাত্রা শুরুর করতে পেরে দারুণ লাগছে। আমার জীবনসঙ্গিনী মমতা আনন্দের সঙ্গে আমি এই যাত্রা শুরু করেছিলাম। আর এই যাত্রায় হৃতিককে পাওয়াটা সৌভাগ্যের।'

শেষ ২০১৯ সালে ‘ওয়ার’ ফিল্মে দেখা গিয়েছে হৃতিককে। তার পর দীর্ঘ সময় পেরিয়ে এই ফিল্মের ঘোষণা। অপরদিকে, পরপর শুটিং-এ ব্যস্ত দীপিকা পাড়ুকোন। বর্তমানে শকুন বাত্রার পরিচালনায় একটি ফিল্মের শুটিং চলছে তাঁর। এ ছাড়াও শাহরুখ খানের পরবর্তী ছবি পাঠানেও দেখা যাবে তাঁকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ