Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে বজলুল হক হারুন এমপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৯:০৬ পিএম

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় এমপি বজলুল হক হারুনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এমপি নিজে ভার্চুয়ালে বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে কম্বল বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, , সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল , ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সাধারন সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. ফয়জুর রব আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আসলাম হোসেন মৃধা, সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় দুই শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে আরও সাড়ে তিন হাজার শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র কম্বল পৌঁছে দেয়া হবে বলে এমপি‘র ভাই গালুয়া ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক কামাল জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ