Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৭:০৩ পিএম

ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল কর্তৃপক্ষ এ কর্মসূচি পরিচালিত হয়। 

শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর ইসতিয়াক ক্যাপ্টেন ফারজানার নেতৃত্বে গরীব রোগীদের সেবা প্রধান করেন বরিশাল সিএমএইচ এর চিকিৎসক মেজর হোসাইন মো. ইমরান এবং মেজর মো. মঞ্জুরুল ইসলাম। চিকিৎসা ক্যাম্পেইনে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর এ ধরনের স্বাস্থ্য ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ