Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যা সন্তানের মা হলেন আনুশকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৭:৩৬ পিএম

সোমবার বিকেলে কন্যাসন্তানের জন্ম দিলেন আনুশকা শর্মা। দু’জনের সংসারে এ বার তৃতীয় সদস্যকে পেলেন বিরুষ্কা। টুইটারে মেয়ের আগমনের কথা জানিয়েছেন বিরাট নিজেই।


‘আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। অফুরন্ত ভালবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ সকলকে। অনুষ্কা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পারা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের। এইসময় আমাদের ব্যক্তিগত পরিসর জরুরি। আশাকরি আপনারা সেটাকে সম্মান জানাবেন। ভালবাসা নেবেন, বিরাট’।

বেশ কয়েক বছরের প্রেমপর্বের পর ২০১৭-র ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বিরুষ্কা। তবে সে-ও ছিল লোকচক্ষুর আড়ালে। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুদের নিয়ে সুদূর ইতালি উড়ে যান তাঁরা। সংবাদমাধ্যমের নজর এড়িয়ে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তার পর গত বছর ২৭ অগস্ট সংসারে নতুন অতিথি আসছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন। সেইসময় ইনস্টাগ্রামে আনুশকা লেখেন, ‘আর তার পর আমরা দুই থেকে তিন হলাম।

২০২১-এর জানুয়ারিতেই আগমন ঘটছে’। তার পর থেকেই কার্যত ২৪ ঘণ্টা পাপারাৎজিদের নজরদারি চলছিল তাঁদের উপর। অনুষ্কা কী পরছেন, তাঁর ‘প্রেগন্যান্সি স্টাইল’ কী, সর্বত্র তা নিয়ে আলোচনা চলছিল। তাঁদের ছেলে হবে না মেয়ে, তা নিয়েও ভবিষ্যদ্বাণীও করতে শুরু করে দিয়েছিলেন অনেকে। তবে এর মধ্যেও এই বিশেষ মুহূর্তটা নিজেদের মতো করেই কাটাতে পেরেছিলেন এই তারকা দম্পতি। স্ত্রীর খেয়াল রাখতে অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই প্রথম ডে-নাইট টেস্ট খেলেই বাড়ি চলে এসেছিলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিও নিয়েছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ