Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন মল্লিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৫:২৯ পিএম

মল্লিকা শেরাওয়াত কলকাতায় নতুনভাবে নিজের অভিনয় জীবন শুরু করতে যাচ্ছেন। ২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে সফর শুরু করেছিলেন তিনি। মল্লিকা শেরাওয়াত অভিনয়ের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন লাস্যের জোরে। ‘মার্ডার’, ‘প্যায়ার কে সাইড এফেক্ট’-এর মতো সিনেমার জোরে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। সেই অভিনেত্রীই এবার কলকাতায় যাচ্ছেন ওয়েব সিরিজের শুটিংয়ে!

জানা গিয়েছে, সৌমিক সেন পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মল্লিকা। আর তাঁর জন্যই খুব শিগগিরিই কলকাতায় যাবেন তিনি। ‘গুলাব গ্যাং’, ‘স্কাইফায়ার’, ‘হোয়াই চিট ইন্ডিয়া’র মতো সিনেমা পরিচালনা করেছেন সৌমিক। ২০১৯ সালে তাঁর পরিচালনাতেই ‘মহালয়া’ ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক। শোনা গিয়েছে, সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌমিক। সম্ভবত শুটিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ছবিতে টলিপাড়ার বেশ কিছু চেনা মুখও দেখা যাবে বলে খবর।

হরিয়ানার এক জাঠ পরিবারে বড় হয়েছেন মল্লিকা। পরিবারের অমতেই বলিউডে আসেন। তাঁর আগেই বিয়ে করেছিলেন দিল্লিনিবাসী পাইলট করণ সিং গিলকে। সেই সময় বিমানসেবিকার কাজ করতেন তিনি। কিন্তু শুরু থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। ২০০১ সালে মল্লিকার ডিভোর্স হয়। ২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে তিনি পরিচিতি পান। বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন নায়িকা। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যাংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত। ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই এখন নতুনভাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান অভিনেত্রী।


সূত্র : সংবাদ প্রতিদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ