Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

গত কয়েক দিনে ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ও ১০০কেজি ঝাটকা ইলিশ উদ্ধার

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৭:১০ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া,নলবুনিয়া ও বিশখালি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪ টি বাল্কগেট ও ৩ টি ড্রেজার মেশিন সহ ১০০ কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করেছে রাজাপুর উপজেলা প্রশাসন।

এ ঘটনায় ১০ জন কে আটক করে ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে একবছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।জব্দ করা হয়েছে ড্রেজার ও বাল্কগেট। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন গত বুধবার থেকে অব্যাহত অভিযানে জরিমানা আদায় করেছে।

এছাড়াও বিভিন্ন বাজার থেকে আটককৃত আড়াই মন ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন।

জব্দকৃত ড্রেজার ও বাল্কগেট সমূহ আংশিক ধ্বংস করে নিলামে তোলা হবে বলে জানান প্রশাসন। গত বুধবার থেকে অব্যাহত অভিযানে এ জরিমানা আদায় করেন বিজ্ঞ ভ্রাম্যমান আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ