প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জর্জ ক্লুনি নিজে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ফিল্মটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন, তবে তিনিও মানেন এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফিল্মের একটি। আর্নল্ড শোয়ার্জেনেগার, ক্রিস ও’ডনেল’ অ্যালিসিয়া সিলভারস্টোনের মত তারকাদের অভিনয় আর জ্যোল শুমাকারের পরিচালনাও চলচ্চিত্রটিকে রক্ষা করতে পারেনি। ১৬০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ১৯৯৭ সালের ফিল্মটি ২৩৮ মিলিয়ন ডলার আয় করে কোনও মতে মান বাঁচিয়েছে, তবে সমালোচকরা ছেড়ে দেয়নি। ফিল্মটি ১০এ রেটিং পেয়েছে ৩.৭ আর রটেন টমাটোজে অ্যাপ্রুভাল পেয়েছে ১১ শতাংশ মোটে। জর্জ ক্লুনি নিজেও জানেন এই অবস্থার কথা, তিনি মনে করতেন তার ক্যারিয়ারে এটিই নিকৃষ্টতম ফিল্ম। তবে শেষমেশ তিনি এর চেয়েও মন্দ আরেকটি ফিল্মকে সনাক্ত করতে পেরেছেন, আর এটি হল ‘গ্রিজলি টু’; এর অনেকগুলো নাম আছে- ‘গ্রিজলি টু: দ্য কনসার্ট’, ‘গ্রিজলি টু: দ্য প্রিডেটর’ এবং ‘গ্রিজলি টু: রিভেঞ্জ’। ১৯৮৩’র হরর ফিল্মটি রটেন টমাটোজে রেটিংই হয়নি। এই ফিল্মে ক্লুনির চরিত্রকে একটি গ্রিজলি ভালুক পুরু খেয়ে নেয়। সেই সময় অভিনেতার বয়স ছিল মোটে ২১ বছর। তিনি বলেন : “আমি এটি দেখিনি আর দেখতে চাই বল এও মনে হয় না।” ক্লুনি পছন্দ না করলেও এটি কিন্তু কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।