Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইমরান হাশমি-সানি লিওনের ছেলে বিহারের কলেজ ছাত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১৯ পিএম

এক কলেজ ছাত্রের বাবা ও মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম। খবরটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। এই চাঞ্চল্যকর খবরটি বিহারের। যে ইনফরমেশন পত্রে এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে, সেটি বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়’-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্রের এডমিট কার্ড।

অনুমান করা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন। তবে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে তদন্ত, তদন্ত শেষে ঠিক ধরা পড়বে কে বা কারা এ কাজ করেছে।

ইমরান হাশমি ও সানি লিয়নকে কোনোদিন কোনো সিনেমাতেও একসঙ্গে দেখা যায়নি আর বিবাহ তো দূরের কথা। কিন্তু যখন যুবকের পরিচয়ে ইমরান হাশমি ও সানি লিয়নের সন্তান হিসেবে প্রকাশ পায় তা নিয়ে হইচই তো হবেই। পরে অবশ্য সত্যতা সামনে এসেছে, যে কেউ ইচ্ছে করেই ওই কাজটি করেছে।


সূত্র- আজ সকাল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ