Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৮ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হচ্ছে চীন : প্রতিবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ৩:৫০ পিএম

২০২৮ সালে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে- যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীন। এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, ২০২৮ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে। আজ শনিবার আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
প্রতিষ্ঠানটি বলছে, দুই দেশের করোনা মহামারিজনিত ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে গবেষণাটি সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০২১-২৫ সাল পর্যন্ত প্রতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.৭ শতাংশ। এরপর ২০২৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত এ প্রবৃদ্ধি ধীর হয়ে বছরে ৪.৫ শতাংশে দাঁড়াবে। অপরদিকে ২০২১ সালে মহামারির ধকল সামলাতে যুক্তরাষ্ট্রকে হিমশিম খেতে হবে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ১.৯ শতাংশ। এর পরবর্তী বছরগুলোতে প্রবৃদ্ধির হার হবে ১.৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারি ও এ সংক্রান্ত অর্থনৈতিক বিপর্যয় নিশ্চিতভাবেই চীনের পক্ষে কাজ করবে।’
রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভি ওই প্রতিবেদনের বিশ্লেষণে জানায়, বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক শক্তির লড়াই।
সিইবিআর বলছে, মহামারিতে চীনের দক্ষ ব্যবস্থাপনা, কঠোর লকডাউন, পশ্চিমা দেশে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে আঘাত দেশটির অর্থনীতিতে উন্নয়ন ঘটিয়েছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চীনে গড় অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৭ শতাংশ। ২০২৬ থেকে ২০৩০ বছরে এই লক্ষ্যমাত্রা কমে ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ কমতে পারে। এরপর ১ দশমিক ৬ শতাংশ কমতে পারে।
সিইবিআর আরও বলছে, ২০৩০ সালের শুরুর দিক পর্যন্ত অর্থনৈতিক সূচকে জাপান বিশ্বের তৃতীয় দেশ হবে। তবে ভারত অর্থনীতিতে জাপানকে টপকে যেতে পারে। তেমনটা হলে জার্মানি হবে চতুর্থ বা পঞ্চম দেশ।
সিইবিআরের সূচকে অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী যুক্তরাজ্য পঞ্চম বৃহত্তম দেশ। ২০২৪ সালে এটি ষষ্ঠ স্থানে চলে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় ২০২১ সালে যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রভাব পড়বে। তবে তারপরও ২০৩৫ সাল পর্যন্ত ডলারে যুক্তরাজ্যের জিডিপি ফ্রান্সের চেয়ে ২৩ শতাংশ বেশি থাকবে।
সিইবিআর বলছে, ২০২০ সালে শীর্ষ ১০ বৈশ্বিক অর্থনীতিতে ইউরোপের ১৯ শতাংশ অবদান ছিল। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে ২০৩৫ সালে এটি ১২ শতাংশে নেমে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে মহামারির প্রভাবে উচ্চ মূল্যস্ফীতি হবে। প্রবৃদ্ধি ধীর গতির হবে না।
কোভিড ১৯ মহামারির ধকল সামলাতে তহবিলের জন্য যেসব দেশ বেশি ঋণ নিয়েছে, তারা চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও জানিয়েছে সিইবিআর। সূত্র : রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ