Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২১ সালে বলিউডের আকর্ষণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৩:৩৫ পিএম | আপডেট : ৪:০৩ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২০

কোভিড-১৯ মহামারী মানুষের জীবনের প্রতিটি পর্যায়কে প্রভাবিত করেছে স্পষ্টত। সব শিল্পের মত বিনোদন শিল্পও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চলচ্চিত্র জগতের পরিবেশনা পর্দা থেকে ভার্চুয়াল পর্দায় নেমে এসেছে। মাল্টিপ্লেক্স আর বড় পর্দাগুলো একেবারে বন্ধ ছিল ব্যাপক সংক্রমণ রোধের জন্য। যে সীমিত ফিল্ম মুক্তি পেয়েছে তা দর্শক দেখেছে স্ট্রিমিংয়ের কল্যাণে। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? আপাত কার্যকর টিকা, সামাজিক বিধি মান্য করা এবং করোনাভাইরাসকে মেনে নিয়ে নিউ নরমাল বিশ্বে এখন থিয়েটারগুলো একে একে খুলতে শুরু করেছে। আর কয়েকদিন পরই ২০২১ আর এই বছর চলচ্চিত্র প্রদর্শনে অচলাবস্থা আরও নিরসন হবে আর সেই প্রত্যাশাকে সামনে রেখে বলিউড মুক্তির মিছিলে রেখেছে চলচ্চিত্রগুলো এর মধ্যে এই ডজন খানেক ফিল্মের জন্য দর্শকরা করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে থেকেই অপেক্ষায় ছিল।

১. সূর্যবংশী

রোহিত শেট্টির এই কপ ড্রামাটি এই বছর ২৪ মার্চ মুক্তি পাবার কথা ছিল।  ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজের ফিল্মটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ।

 

২. সত্যমেব জয়তে ২

মিলাপ জাবেরির এই ফিল্মটি ২১ মে মুক্তি পাবে। বীরেন্দ্র রাঠোড়ের ভূমিকায় ফিরছেন জন এব্রাহাম। আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দিব্য কুমার খোসলা।  ফিল্মটির শুটিং চলছে লখনৌতে।

 

৩. রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই

প্রভু দেবা পরিচালিত সালমান খান অভিনীত এই ফিল্মটি চলতি বছর ঈদে মুক্তির কথা ছিল।  এখন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১-এর ঈদে। ফিল্মটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদা।

৪. থালাইবি

কঙ্গনা রানৌত অভিনীত অভিনেত্রী-রাজনীতিক জয়ললিতার জীবনী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এ. এল. বিজয়। অরবিন্দ স্বামী এবং প্রকাশ রাজের সহাভিনয়ে ফিল্মটি একই সঙ্গে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে। ১২ ডিসেম্বর শুটিং শেষ হয়েছে।

 

৫. আটরাঙ্গি রে

নতুন বছরের শুরুতেই রোমান্টিক কমেডি ধারার ফিল্মটি মুক্তি পাবে। ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলী খান। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। দুই সময়ভিত্তিক নন-লিনিয়ার কাহিনীর চলচ্চিত্র রূপ। এর সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

৭. বেল বটম

অক্ষয় কুমার অভিনীত স্পাই থ্রিলার ধারার ফিল্মটি শুরু থেকেই আলোচনায়। এতে তার সঙ্গে আছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। এটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। সম্প্রতি এটির শুটিং শেষ হয়েছে। ২ এপ্রিল এটি মুক্তি পাবে। ১৯৮০’র দশকে ভারতীয় বিমান হাইজ্যাক নিয়ে ফিল্মটির কাহিনী।

 

৮. এইটি থ্রি

স্পোর্টস ড্রামা ফিল্মটি এই বছর এপ্রিলে মুক্তি পাবার কথা ছিল। রনবীর সিং এবং দীপিকা পাডুকোনকে নিয়ে ফিল্মটির কাহিনী ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্ব কাপ জয়কে কেন্দ্র করে। রণবীর এবং দীপিকা এতে যথাক্রমে কপিল দেব এবং তার স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করেছেন। তাহির রাজ ভাসিন এবং সাকিব সালিম অভিনয় করেছেন সুনীল গাভাস্কার এবং মহিন্দর অমরনাথের ভূমিকায়। পরিচালনা করেছেন কবির খান।

 

৯. ব্রহ্মাস্ত্র

অয়ন মুখার্জি পরিচালিত অ্যাকশন ফ্যান্টাসি ফিল্মটির মুক্তির মাস ছিল এই ডিসেম্বর, এর আগেও স্পেশাল ইফেক্টসের কাজ সম্পূর্ণ না হওয়াতে একবার মুক্তির তারিখ বিলম্বিত হয়, এখন আগামী বছর নতুন তারিখ নির্ধারণের অপেক্ষায় রয়েছে। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর এবং অন্যরা। এটি ট্রিলজির  প্রথম পর্ব। এটি ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে।

 

১০. জার্সি

গৌতম তিন্নানুরি পরিচালিত একই নামের (এবং একই পরিচালকের) তেলুগু স্পোর্টস ড্রামার হিন্দি রিমেকে অভিনয় করেছেন শাহিদ কাপুর, ম্রুনাল ঠাকুর, পঙ্কজ কাপুর এবং শারদ কেলকার। এটি এক অবসর গ্রহণকারী ক্রিকেটারের গল্প যে আবার ক্রিজে পা রাখে। এই ডিসেম্বরে ফিল্মটির শুটিং শেষ হয়েছে।

 

১১. বচ্চন পাণ্ডে

এই অ্যাকশন ড্রামা ফিল্মটিও একটি রিমেক। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ফরহাদ সামজি পরিচালিত ফিল্মটি ২০১৪’র তামিল ফিল্ম ‘বীরম’-এর হিন্দি রিমেক।অভিনয় করেছেন অক্ষয় কুমার, কৃতি সানোন, জ্যাকলিন ফার্নান্দেজ, পঙ্কজ ত্রিপাঠী এবং আরশাদ ওয়ার্সি। এক গ্যাংস্টারের গল্প যে অভিনেতা হতে চায়। ২২ জানুয়ারি মুক্তি পাবে।

 

১২. পাঠান

প্রায় দুই বছর বিরতির পর আবারো শুটিং সেটে ফিরেছেন বলিউডের কিং খান শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় যশরাজ ফিল্মসের এই ফিল্মে অভিনয় করছেন তিনি দীপিকা পাডুকোন এবং জন এব্রাহামের (প্রথমবার শাহরুখের ফিল্মে) সঙ্গে। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত রিভেঞ্জ ড্রামা ধারার ফিল্মটি আগামী বছর দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। সিদ্ধার্থ’র এর আগের ফিল।ম ‘ওয়ার’ একই ধারার অন্তর্ভুক্ত।

 

১৩. গাঙ্গুবাই কাঠিয়াবাদি

হুসেন জায়েদির ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’এর ‘গাঙ্গুবাই কোঠেওয়ালি’ অধ্যায় অবলম্বনে সঞ্জয় লিলা ভানসালির ক্রাইম বায়োপিক। গত অক্টোবর থেকে নতুন করে শুটিং শুরু হয়েছে আলিয়া ভাট, অজয় দেবগন, শান্তনু মহেশ্বরী এবং অন্যদের নিয়ে: প্রাথমিক শিডিউলে আলিয়া আর সীমিত কিছু শিল্পী নিয়ে কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ