বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জের ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড়ে বিআউডব্লিউটিএ অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে আজ রোববার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বিআউডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের যুগ্ন পরিচালক গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে ব্যাপক সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে ঝাউচর খেয়াঘাটে নদীর সীমানা পিলারের মধ্যে থাকা হাজী নুরু কসাই নামে এক ব্যক্তির একটি দুইতলা পাকা মার্কেট ও কয়েকটি টিনসেড দোকান উচ্ছেদ করা হয়।দীঘদিন যাবত হাজী নুরু কসাই অবৈধভাবে নদীর পাড় দখল কওে মার্কেট নিমঅন কওে ফায়দা লুটে আসছিল। পরে একই এলাকায় হাজী সেলিমের সদীর পাড়ে অবৈধ একটি দুইতলা ভকন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। আগামীকাল আবার ঝাউচর এলাকায়ই হাজী সেলিমের বাকী অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে বিআইডব্লিউটিএ’র সদরঘাট নদী বন্দরের উর্ধতন কতৃপক্ষ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।