Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অবাক অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

প্রথম ইনিংস শেষে নিজেদের বোলিং বিশ্লেষণ করে অস্ট্রেলিয়ান পেসাররা বুঝতে পারছিলেন তাদের সঠিক লেংথ কি হবে। তবে, সেই লেংথে বোলিং করে এমন অবিশ্বাস্য ফল হবে ভাবতেও পারেননি তারা। ভারতকে ৩৬ রানে গুঁড়িয়ে দেওয়ার পর প্যাট কামিন্স জানিয়েছেন, এটা তাদের জন্যও চমক হয়ে এসেছে। অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিন কামিন্স-জশ হেইজেলউডদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। দ্বিতীয় ইনিংসে নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে দলটি।
প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া কামিন্স দ্বিতীয় ইনিংসে ২১ রানে নেন চারটি। ভারতের ইনিংস শেষে চ্যানেল সেভেনকে দেওয়া প্রতিক্রিয়ায় আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জানান, ভারতকে ২০০ রানে থামানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন তারা, ‘আমরা ভেবেছিলাম, যদি ওদের ২০০ রানের মধ্য রাখতে পারি এবং ব্যাটিংয়ে ভালো করতে পারি তাহলে ম্যাচে থাকব। প্রথম ঘণ্টায় যা ঘটেছে তা বিস্ময়কর। এটা সেই সব দিনের একটি যখন সব কিছু কাজে লেগেছে, যা চেষ্টা করেছি সবই কার্যকর হয়েছে।’
কামিন্স মনে করেন, প্রথম ইনিংসেও তারা ভালো বোলিং করেছিলেন। লেংথে সামান্য পরিবর্তনে তৃতীয় দিন প্রথম ঘণ্টায় মিলেছে বড় সাফল্য, ‘প্রথম ইনিংসে আমরা দেখেছি, পিচে অনেক বাউন্স আছে। তাই স্টাম্পে বল করতে প্রায় হাফ ভলি লেংথে বল করতে হতো। আজ আমরা কিছুটা ফুল লেংথে বোলিং করেছি, ব্যাটসম্যানদের সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষায় ফেলতে পেরেছি। ওদের বল ছাড়াটা কঠিন করে তুলেছি, সৌভাগ্যবশত আজ (গতকাল) সবই কাজে লেগেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ