Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের শার্লি এব্দো হামলার ঘটনায় ১৪ জনের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৯:৪৭ এএম

২০১৫ সালে মহানবীর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো ফরাসী রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় ১৪ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মূল অভিযুক্ত আলী রিজা পোলাতকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ফ্রান্সের একটি আদালতে এই রায় দেওয়া হয়।
এছাড়া হামলাকারীদের সহযোগীতা করায় হায়াত বৌমেদ্দিয়েনে নামের এক নারীকেও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের আদালত। তবে হায়াত বৌমেদ্দিয়েনে হামলার আগেই পালিয়ে সিরিয়ায় চলে যান।
গত সেপ্টেম্বরে ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে ২০১৫ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন ১৪ জনের বিচার কাজ শুরু হয়। এই ১৪ জনই ফ্রান্সের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযুক্তদের মধ্যে ১১ জন সশরীরে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এছাড়া পলাতক আছেন তিনজন।
ধারণা করা হচ্ছে, হায়াত এখনো জীবিত আছেন এবং আন্তর্জাতিক গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি সিরিয়ার রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। সেখানে তিনি ইসলামিক চরমপন্থী গোষ্ঠাই আইএস এ যোগ দিয়েছেন।
২০১৫ সালে শার্লি এবদোর অফিসে হামলার সময় তিনি আরেক অপরাধী এমেডি কাউলিবালির স্ত্রী ছিলেন। কাউলিবালি ২০১৫ সালে শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেন। সে সময় তাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল তার তুর্কি-ফঁরাসি বন্ধু আলী রিজা।
এর চারদিন পর তারা দুজন একটি ইহুদি সুপার মার্কেটে হামলা করে। সেখানে একজন পুলিশসহ পাঁচজনকে হত্যা করে।
উল্লেখ্য, ২০১৫ সালে শার্লি এবদো মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর ঘটনার পর ওই অফিসে হামলা করা হয়। ওই হামলায় সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। এর কয়েকদিন পর প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় পাঁচজন মারা যায়। এই হামলার পর ফ্রান্সজুড়ে উপর্যুপরি হামলার ঘটনা ঘটে। এতে সব মিলিয়ে ২৫০ জনের অধিক মানুষের মৃত্যু হয়। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ