Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একতা কাপুরের বিয়ে নিয়ে জোর গুঞ্জন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৫:৫১ পিএম

সারোগেসির সাহায্যে মা হয়েছেন অনেক আগেই। একতা কাপুর বর্তমানে কাজের পাশাপাশি ছেলেকে নিয়ে বেজায় ব্যস্ত। বয়স চল্লিশের কোঠায় হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। তবে এবার বোধহয় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুম্বাই টেলি-ইন্ডাস্ট্রির ‘ক্যুইন’। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একতাকে। তবে সেই ছবির ক্যাপশন এবং কমেন্ট সেকশন-ই এখন পুরোদস্তুর চর্চার বিষয় হয়ে উঠেছে বি-টাউনে।

একতা কাপুর যাঁর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি তানভীর বুকওয়ালা। যিনি কিনা মুম্বইয়ের এক খ্যাতনামা বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা তথা সৃজনশীল পরিচালক। তানভীরের সঙ্গে পাশাপাশি ছবি পোস্ট করে একতা লিখেছেন, “N we r there ! Will tell all soon!!!!” অর্থাৎ, ” এবং আমরা এখন এই পর্যায়ে! সবাইকে খুব শিগগিরি-ই জানাবো।” তবে একতার ছবির ক্যাপশনের থেকেও নজর কেড়েছে কমেন্ট সেকশনে তানভীরের কথা। যা দেখে নেটিজেনরা প্রায় একপ্রকার নিশ্চিত যে, ইনি হলেন একতার জীবনের সেই ব্যক্তি!

তা কী এমন লিখেছেন তানভীর? একতার ছবির নিচে তানভীরের মন্তব্য, এই বন্ধুত্বকে এবার আত্মীয়তার বন্ধনে বাঁধার সময় এসে গিয়েছে। ব্যস, অমনি নেটপাড়ায় তুমুল হইচই শুরু হয়েছে। অনেকে তো আবার এও লিখেছেন যে, “আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছি।” এই পোস্টই এখন নেটদুনিয়ায় আলোচনার শীর্ষে। বলিউড পাড়াতেও গুঞ্জনের অন্ত নেই। কান পাতলেই শোনা যাচ্ছে যে, একতা কাপুরও নাকি এবার খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সত্যিই কী তাই? এর উত্তর অবশ্য সময় এলেই মিলবে।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন জিতেন্দ্র-কন্যা একতা কাপুর। বাবার নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রাখেন রবি কাপুর। মা হওয়া প্রসঙ্গে একতা বলেছিলেন, “আমার যখন বয়স ৩৬, তখন আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, আমি বিয়ের করব কি, করব না সেবিষয়ে নিশ্চিত ছিলাম না।”


সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ