Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সত্যিই বিয়ে করছেন রাখি সাওয়ান্ত!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১১:১০ এএম

‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের কথা সহজে কেউ বিশ্বাস করতে চায় না। তাই তিনি যখন নিজের বিয়ের কথা সবাইকে জানান সবাই মনে করে নিয়েছিল তিনি সংবাদা স্থান পেতেই এ কথা বলেছেন।

‘বিগ বস ১৪’র ঘরে হাজির হয়ে এবার নিজের জীবন নিয়ে মুখ খুললেন রাখি। অভিনেত্রী বলেন, তাঁর বিয়ে হয়ে গিয়েছে কিন্তু মানুষ অন্যরকম ভাবছেন। অনেকে ভাবছেন, তিনি মিথ্যে বলছেন। প্রচারের জন্য তিনি এমন বলছেন বলে অনেকে মনে করছেন কিন্তু বিষয়টি এমন নয়। তাঁর সত্যিই বিয়ে হয়ে গিয়েছে। সন্তানের জন্মের আগে তাঁর স্বামী প্রকাশ্যে আসবেন। নিজের পরিচয় সবার সামনে তুলে ধরবেন বলেও জানান রাখি। তাঁর বিয়ে এবং সম্পর্ক যে মিথ্যে নয়, সে বিষয়ে জোর গলায় দাবি করেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এই মুহূর্তে তাঁর অর্থের প্রয়োজন। তাঁর অর্থ, সম্পত্তি যাঁর কাছে ছিল, তিনি আর নেই। ফলে তাঁর অর্থ, সম্পত্তি সব লোপাট হয়ে গিয়েছে। তাঁর কাছে থেকে অর্থ, সম্পত্তি নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়। ফলে তিনি আর সেই সবকিছু ফেরৎ পাবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন টেলিভিশনের ড্রামা কুইন।

অর্থের সঙ্কটে পড়ে এই মুহূর্তে তাঁর রোজগারের প্রয়োজন। ফলে তিনি রোজগারের চেষ্টা করছেন বলে স্পষ্ট জানান রাখি সাওয়ান্ত।

সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসে রাখি সাওয়ান্তের বিয়ের আসর। যেখানে কনের বেশে হাজির হন রাখি। বিয়ের সময় রাখি কখনও সাদা রঙের গাউন পরে হাজির হন, আবার কখনও হাতে চূড়া পরে ভারতীয় সাজে হাজির হন। রাখি বিয়ের কনে হিসেবে হাজির হলেও, কার সঙ্গে তাঁর বিয়ে হল, সে বিষয়ে কোনও আভাস দেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ