প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী মাহি গিল জানিয়েছেন বলিউডে তার এক দশকের যাত্রা নিয়ে তিনি সন্তুষ্ট আর তিনি কম কিন্তু ভাল কাজ করাকে অগ্রাধিকার দেন। “অনেকেই বলে থাকে আমি খুব কম কাজ করি আমাকে নাকি দেখাই যায় না। আমি কম কাজ করাকেই অগ্রাধিকার দিই তবে তা বাল কাজ হতে হবে। আর কাজ তো ভালই হয়েছে,” মাহি বলেন। ২০০৩ সালে ‘হাওয়ায়েঁ’ ফিল্মটি দিয়ে বলিউডে মাহির অভিষেক হয়েছিল। তবে, অনুরাগ কাশ্যপের ২০০৯ সালের ‘দেব. ডি’ ফিল্মে পারোর ভূমিকায় অভিনয় তাকে পরিচিতি দেয়। তার অন্যান্য বিখ্যাত ফিল্ম- ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার’, ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার রিটার্নস’ এবং ‘গুলাল’। বলিউড তাক গ্রহণ করেছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। “আমাকে গ্রহণ করা এবং সম্মান দেয়ার জন্য আমি চলচ্চিত্র জগতকে কৃতজ্ঞতা জানাই, আমি এমনটা স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম বোম্বে এসে থাকব, আর এসে ভাল পরিচালক, চিত্রনাট্য, শিল্পী পেয়েছি। আমি খুব সন্তুষ্ট। আমি কাজ করে যাব,” তিনি বলেন। মাহিকে আগামীতে ভূমি পেদনেকারের পরিচালনায় ‘দুর্গামতি’তে তিনি এক নারী সিবিআই কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। তিনি জানান চরিত্রটি শক্তিশালী আর সেই দুর্গামতিকে জিজ্ঞাসাবাদ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।