Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে আহত ৬৭ পুলিশ কর্মকর্তা, গ্রেফতার ৯৫

হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

ফ্রান্সে নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে ৬৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া বিক্ষোভের জেরে দেশটির পুলিশ এখন পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন রবিবার এ কথা বলেন। টুইট বার্তায় দারমানিন বলেন, শনিবারের বিক্ষোভে ৪৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে প্যারিসে একজন দমকলবাহিনীর কর্মীও আহত হয়েছেন। প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্যারিস পুলিশ ২৫ জনকে আটক করেছে। জানা যায়, শনিবার ফ্রান্সে বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে। এসময় বিক্ষোভে সুপারমার্কেটের জানালা, সংস্থার প্রোপার্টি এবং একটি ব্যাংক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়ি আগুনে পুড়েছে। পুলিশ বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ছুঁড়ে। রয়টার্স জানায়, প্যারিসে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যেরাসহ কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়। বিবিসি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ