Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টেনেট’ আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে : ডিম্পল কাপাডিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ক্রিস্টোফার নোলানের সা¤প্রতিক আলোচিত চলচ্চিত্র ‘টেনেট’ নিয়ে খুব দ্বিধায় ছিলেন বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। তবে একবার সায় দেবার পর তিনি তার কাজ আর দক্ষতা নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। “আমার কাজ করা পদ্ধতিই হল ভীতি আর নার্ভাসনেস। আমি জানি না কীভাবে তা শেষ পর্যন্ত আমার কাজকে বের করে আনে,” ডিম্পল বলেন। তিনি আরও বলেন কাজের ক্ষেত্রে তিনি তার সহজাত প্রবৃত্তি আর পরিচালকের ওপর নির্ভর করেন। “এই ফিল্মটিতে কাজ করার পর আমার প্রাপ্তি বিপুল।আমার মানসিক কাঠামোকে একেবারে বদলে দিয়েছে এটি। আমার আত্মবিশ্বাস ফিরে এসেছে, আরও ভাল ভাল ভূমিকা পাবার আকাক্সক্ষা সৃষ্টি হয়েছে। আমার নিজেকে বিশ্বাস করতে শিখিয়েছে এই ফিল্মটি। নোলানের সঙ্গে কাজ করা স্বপ্ন পূরণের নামান্তর,” তিনি বলেন। স্পাই থ্রিলার ধারার ফিল্মটিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন এবং জন ডেভিড ওয়াশিংটন। ফিল্মে ডিম্পল প্রিয়ার ভূমিকায় অভিনয় করেছেন যে মারাত্মক এক অস্ত্র পাচারকারী। এখন ৬৩ বছর বয়সী অভিনেত্রীটি মাত্র ১৪ বছর বয়সে রাজ কাপুরের পৃষ্ঠপোষকতায় বলিউডে পা রাখেন ১৯৭৩ সালে। ডিম্পল বলেন, “আমি প্রথমে দ্বিধায় ছিলাম কারণ নিজেকে আর সামর্থ্য নিয়ে স্বস্তিতে ছিলাম না। তবে কাজ শুরু করার পর বুঝলাম আমার উদ্বেগের কোনও কারণ নেই তিনিই (নোলান) সবকিছু করবেন।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ