মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি একের পর এক আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে। আর এতে ফ্রান্স সরকারের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। আফ্রিকার অনেক দেশে ফ্রান্সরে সামরিক ঘাঁটি ও ব্যবসা বাণিজ্য রয়েছে। এক সময় আফ্রিকার অধিকাংশ দেশ ফ্রান্সের আওতায় ছিল।
মালির উত্তরাঞ্চলে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে আল-কায়েদা সমর্থিত একটি ইসলামি গোষ্ঠী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে অল্প সময়ের মধ্যে মালির কিদাল, মেনাকা এবং গাও শহরে অবস্থিত তিন ফরাসি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।
আফ্রিকার দেশটিতে ফরাসি বাহিনীর মুখপাত্র থমাস রোমিগুয়ের হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মালিতে পাঁচ হাজারের বেশি ফরাসি সেনা অবস্থান করছে। দেশটির নিরাপত্তায় কাজ করছে তারা।
মেনাকার মেয়র নানোট কোটিয়া জানান, সামরিক ঘাঁটি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।
গাওর এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে পাঁচটায় ফরাসি ঘাঁটি লক্ষ্য করে অনেকগুলো রকেট হামলা হতে দেখেছেন তিনি।
এদিকে এক বিবৃতিতে আল কায়েদা জানায়, বেধর্মী ফরাসি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ইসলাম ও মুসলিমদের সমর্থনে এই রকেট হামলা চালানো হয়েছে।
১০ নভেম্বর উত্তর আফ্রিকার আল কায়েদার শীর্ষ নেতা বাগ আগ মুসাকে হত্যা করে ফরাসি সেনারা। মালি সেনাবাহিনীর সাবেক এ কর্নেল দেশটির শীর্ষ জিহাদি দল জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনের প্রভাবশালী সদস্য ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।