Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীন ফরিদপুর শাখার সমন্বয় সভা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় শহরের ঝিলটুলী ডলসি ভিটা চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ইকামতেদ্বীন মডেল কামিল মাদরাসার সভাপতি মো. আবু ইউসুফ মৃধা।
সভায় করোনার ২য় ধাপ এর প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অ্যাসাইনমেন্ট পরীক্ষা সংক্রান্ত, শিক্ষার মান উন্নয়ন এবং কেন্দ্রীয় কমিটির সাথে সকল সদস্যদের যোগাযোগ রাখার বিষয়ে আলোচনা করা হয়। সকলকে করোনার বিষয়ে সচেতন রাখতে স্বাস্থ্যধিধি মেনে চলারও আহবান জানানো হয়। আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়াতুল মোদার্রেছীন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চন্দ্রপাড়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মো. আনিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও আটরশি কামিল মাদরাসার প্রিন্সিপাল মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও আল হাসান মহিলা মাদরাসার প্রিন্সিপাল এম এ কুদ্দুস, ভাংগা উপজেলা শাখার সভাপতি ও তারাইল কামিল মাদরাসা প্রিন্সিপাল মো. ইব্রাহিম। এছাড়া প্রত্যেকটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ