Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের ক্যারিয়ার আগে থেকেই ঠিক করলেন সাইফ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ২:৩৫ পিএম

বলিউডের জনপ্রিয় সুপারস্টার সাইফ আলি খান। এবার চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন তিনি৷ আর এর মধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি তৈমুরকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেন, তৈমুরের ক্যারিয়ার ঠিক কী হওয়া উচিত৷ সঙ্গে সাইফ এটাও জানালেন, পরিবারের মতো তৈমুর এখনই সিনেমাকে ভালোবাসে !

তিনি বলেন, আমার মা শর্মিলা ঠাকুর ১৬ বছর বয়স থেকে অভিনয় করেন৷ আমিও খুব অল্প বয়সে বলিউডে পা দিয়েছি৷ আমার বোন সোহাও অভিনয় করে৷ আমার প্রথম স্ত্রী অমৃতাও সফল অভিনেত্রী৷ আমার দ্বিতীয় স্ত্রী করিনা তো বলিউড ডিভা৷ আমার প্রথম সন্তান সারাও আজ অভিনেত্রী৷ প্রথম ছেলে ইব্রাহিম একেবারে তৈরি সিনেমায় পা রাখার জন্য! সবার ট্রেন্ডই ফলো করবে তৈমুর।

সাইফ বলেন, তৈমুর তো এখনই খুব জনপ্রিয়৷ আমি তাই ঠিক করতে পারি, তৈমুরও আমাদের মতোই ক্যারিয়ার হিসেবে সিনেমাকে বেছে নেবে ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ